রাজশাহীতে ট্রাক্টরচাপায় কলেজ শিক্ষক নিহত
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে ট্রাক্টরের চাকায় পিস্ট হয়ে নুরুজ্জামান খান (৩৬) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
উপজেলার একদিলতলাহাটে সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান খান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর গ্রামের নওশের আলী খানের ছেলে। তিনি ক্ষেতলাল শহীদ আলতাফুন্নেসা সরকারি কলেজের শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুজ্জামান খান মোটরসাইকেলে রাজশাহী যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে একদিলতলাহাট মোড়ে একটি ট্রাক্টর তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন। নিহত কলেজ শিক্ষকের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ১৫, ২০১৮)