শেয়ার দর বেশি কমেছে মেঘনা সিমেন্টের
দ্য রিপোর্ট প্রতিবেদক: সোমবার (১৫ অক্টোবর) বড় পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মেঘনা সিমেন্টের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রবিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ১১৭.৫০ টাকায়। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১০৮.৩০ টাকায়। অর্থাৎ সোমবার কোম্পানিটির শেয়ার দর ৯.২০ টাকা বা ৭.৮৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইমাম বাটনের ৬.৯৭ শতাংশ, সমতা লেদারের ৬.২১ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৬.০৪ শতাংশ, ইনটেকের ৫.৪১ শতাংশ, নূরানী ডাইংয়ের ৫.০৭ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৪.৯৯ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৪.৯৭ শতাংশ, রহিম টেক্সটাইলের ৪.৭৮ শতাংশ এবং মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর ৪.৭৬ শতাংশ কমেছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ১৫, ২০১৮)