যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলায় তথকথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ওই ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।

পুলিশের দাবি, মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার মঙ্গলগাতি এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেসউজ্জামান দাবি করেছেন, ভোর রাতে মঙ্গলগাতি এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছিল। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। সেখানে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই আরও দাবি করেন, মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলে বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন। এ ব্যাপারে যশোর কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক শফিউললাহ সবুজ বলেন, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই যুবক মারা গেছেন। তবে ঠিক কত সময় আগে তাঁর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদনে পাওয়া যাবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৬, ২০১৮)