সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট সড়কে লেগুনাকে ট্রাকের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে ছাতক উপজেলার চেচান গ্রাম সংলগ্ন এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতের পরিচয় জানা যায়নি। তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লেগুনাটি পুড়ে গেছে। ওই সময় সুনামগঞ্জ-সিলেট সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ রনু মিয়া সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত যাই। এক যাত্রী আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৭, ২০১৮)