দ্য রিপোর্ট প্রতিবেদক : অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন লিমিটেডের ৫ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) সকালে এ খবর জানা গেছে।

সূত্র জানায়, স্যোসাল সিকিউরিটি ফান্ড একটি বিশেষ ব্যাংকে রেখে অনিয়ম করায় তাদের বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের কারণ হিসেবে জানানো হয়েছে, সোস্যাল সিকিউরিটি ফান্ড একটি বিশেষ ব্যাংকে রেখে অনিয়ম করায় তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর তিতাসের এই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে দুদক চিঠি পাঠিয়েছে।

যে পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে তারা হলেন-তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মসিউর রহমান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপমহাব্যবস্থাপক এস এম আবদুল ওয়াদুদ, আবিডি নারায়ণগঞ্জ শাখার মহাব্যবস্থাপক শফিকুর রহমান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানী।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৭, ২০১৮)