ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় এক নৈশপ্রহরী হত্যা মামলায় মতিন নামে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আজম এ রায় দেন। এ মামলায় হুমায়ূন মিয়া নামে আরেক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিন সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আবদুল হক দফাদারের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনকে (৫২) গত ২০১৪ সালের ১৬ জুলাই দিবাগত মধ্যরাতে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় আমতলি বাজারের নৈশপ্রহরী ছিলেন।

এ ঘটনায় ১৭ জুলাই নিহতের স্ত্রী মোছাম্মৎ শাহানা খাতুন সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ এ মামলায় ভাটপাড়া গ্রামের বাসিন্দা হুমায়ূন ও মতিনকে গ্রেফতার করে। এর মধ্যে মতিন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী বশির আহমেদ বলেন, বেকসুর খালাস পাওয়া হুমায়ূনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে যেন তার সাজা হয়।

তবে আসামিপক্ষের আইনজীবী মোবারক হোসেন রায়ে অসন্তোষ প্রকাশ করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৭, ২০১৮)