জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি ঘোষণা
দ্য রিপোর্ট প্রতিবেদক : ২৩ অক্টোবর সিলেট, ২৭ অক্টোবর চট্টগ্রামে এবং ৩০ অক্টোবরে রাজশাহীতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় লেকশোর হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ।
বুধবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে ঐক্যের বৈঠক শেষে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
এছাড়া শিগগিরই জাতীয় ঐক্যফ্রন্টের লিঁয়াজো কমিটি ঘোষণা করা হবে বলে জানান জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. মোশাররফ হোসেন।
বুধবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে ঐক্যের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন, ডা.জাফরুল্লাহ চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড.খন্দকার মোশাররফ হোসেন, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জেএসডি সভাপতি আ.স.ম রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।
(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ১৭,২০১৮)