ময়মনসিংহে মেইল ট্রেন লাইনচ্যুত
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের ভৈরব গেটের আউটার সিগন্যালের কাছে ৩৭ আপ ময়মনসিংহ এক্সপ্রেস নামক একটি মেইল ট্রেন লাইনচ্যুত হয়েছে।
শুক্রবার (১৯ অক্টোবর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে ট্রেনটি ময়মনসিংহে আসার পথে একটি বগির লাগেজ ভ্যানের চারটি চাকা লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এর ফলে ময়মনসিংহ-শম্ভুগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছলেই উদ্ধার কাজ শুরু হবে। উদ্ধার কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ-শম্ভুগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হবে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৯, ২০১৮)