৫ ঘণ্টা পর ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ওই রুটে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন বন্ধ ছিল।
শুক্রবার (১৯ অক্টোবর) ভোর ৫টার দিকে ময়মনসিংহের বলাশপুরে এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ স্টেশন সুপারিটেনডেন্ট জহিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
স্টেশন সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি মেইল ট্রেন বলাশপুরে লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, ভৈরব ও নেত্রকোনা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করলে সকাল ১০টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৯, ২০১৮)