বেনাপোলে চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে মাঠ থেকে আবু বাক্কা (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, নিহত আবু বাক্কা মাদক ব্যবসায়ী। চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে তার লাশ মাঠে ফেলে গেছে দুর্বৃত্তরা। আবু বাক্কা বেনাপোলের দিঘিরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে।
শনিবার (২০ অক্টোবর) ভোরে বেনাপোলের ছোট আচড়া মাঠ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে স্থানীয় কৃষকরা কাজ করতে যাওয়ার সময় মাঠে গুলিবিদ্ধ এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ভোর রাতের দিকে কে বার কারা ওই যুবকের চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে লাশ ফেলে যায় বলে পুলিশ জানায়।
তবে এলাকাবাসী জানান, নিহত আবু বাক্কা একজন বড় মাপের ফেনসিডিল ব্যবসায়ী ছিলেন।
বেনাপোল পোর্ট থানার ওসি মাসুদ করিম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ছোটআচড়া মাঠ থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাতাপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২০, ২০১৮)