জাতীয় পার্টির মহাসমাবেশ শুরু
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ শুরু করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। এ সমাবেশের মাধ্যমে মূলত ৩শ’ আসনে প্রার্থী দেয়ার ‘সক্ষমতা’র প্রমাণ দিতে চায় দলটি।
শনিবার সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের হাতে নেতাদের ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে। এরশাদের লাঙ্গলের পক্ষে স্লোগান দিতে দেখা গেছে।
নেতাকর্মীরা আশা করছেন, মহাসমাবেশ থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির অবস্থান ঘোষণা করবেন হুসেইন মুহম্মদ এরশাদ। মহাজোট বা এককভাবে নির্বাচন করার কথা থাকলেও এ বিষয়ে জাতীয় পার্টির স্বার্থকে গুরুত্ব দেয়া হবে।
দলের নীতিনির্ধারকরা বলছেন, নির্বাচনে অধিক সংখ্যক আসন পেতে যেকোনো সিদ্ধান্ত নেয়ার একক ক্ষমতা পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে দেয়া হয়েছে। তবে মহাসমাবেশ থেকে যে ঘোষণা আসবে সেটা চূড়ান্ত নাও হতে পারে।
সমাবেশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ মহাসমাবেশ খুবই গুরুত্বপূর্ণ। আমরা লাখো জনতার উপস্থিতিতে প্রমাণ করব, জাতীয় পার্টি এককভাবেই ক্ষমতায় যাওয়ার সামর্থ্য রাখে।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২০, ২০১৮)