নারায়ণগঞ্জ প্রতিনিধি:   জেলার রূপগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল হোসেন নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ১টি সুটার গান, ১ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র।

শনিবার ভোরে এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার টেংরারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রফিকুল হক বলেন, সয়াবিন তেলের ট্রাক ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে আটকের পর মালামাল উদ্ধারে অভিযানে নামে পুলিশ। এ সময় টেংরারটেক এলাকায় পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তাদের ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে, পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় ডাকাতের গুলিতে আবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

নিহত আবুল হোসেন সোনারগাঁও এলাকার বাসিন্দার বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২০, ২০১৮)