গাজীপুরে পলিটেকনিক ছাত্রকে গলা কেটে হত্যা, আটক ২
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটির পূবাইল থানার হারবাইদে ইমতিয়াজ আহমেদ ইফতি নামে ঢাকা পলিটেকনিকের এক ছাত্রকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিজেদের নির্মাণাধীন বাড়িতে শুক্রবার (২০ অক্টোবর) রাতে এ হত্যাকাণ্ড ঘটে। এ ব্যাপারে সন্দেহভাজন দু’জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো হারবাঈদের সালাউদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও আবদুর রশিদের ছেলে রুবেল।
নিহত ইফতি নোয়াখালীর হাতিয়ার শুকচর গ্রামের মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। তার পরিবার পূবাইলের নন্দিবাড়ি এলাকায় ভাড়া থাকত।
নিহতের মামা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, হারবাইদ এলাকায় ইফতিদের জন্য বাড়ি নির্মাণ করা হচ্ছিল। নির্মাণাধীন বাড়ির দরজা-জানালা এখনো লাগানো হয়নি। ইফতি শুক্রবার রাতে ওই বাড়িতে থেকে নির্মাণসামগ্রী ও বাড়ি পাহাড়া দিচ্ছিল।
পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভূঁইয়া সাংবাদিকদের জানান, ইফতির গলাকাটা ছাড়াও থুতনি ও বাম চোখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২১, ২০১৮)