কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোটে তফুরা বেগম নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে তারই ভাতিজা মামুন হোসেন।

শনিবার (২০ অক্টোবর) বিকেল উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের ভোড়রা ছনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তফুরা বেগম ভোড়রা ছনুয়া গ্রামের মৃত ছেরাজুল হকের মেয়ে ও সাবেক পরিবার কল্যাণ সহকারী। আর ঘাতক মামুন হোসেন একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় মামুনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের ছনুয়া গ্রামের স্বামী পরিত্যাক্তা ও সাবেক পরিবার কল্যাণ সহকারী তফুরা বেগম গত ৪০ বছর ধরে বাবারবাড়ি ভোড়রা ছনুয়া গ্রামে বসবাস করে আসছিলেন। শনিবার বিকেলে তফুরার ভাতিজা মানসিক ভারসাম্যহীন মামুন হোসেন তার কাছে টাকা দাবি করেন। সেই টাকা না দেওয়ায় মামুন হোসেন কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। একপর্যায়ে তফুরা বেগম এবং মামুনের মা ফিরোজা বেগম তাকে বাধা দিতে গেলে মামুন হোসেন তফুরা বেগমকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেন।

নাঙ্গলকোট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তফুরা বেগম স্বামী পরিত্যক্তা। শুনেছি মামুন হোসেন মানসিক ভারসাম্যহীন। মামুন হোসেনকে আটক করা হয়েছে। তফুরা বেগমের মরদেহও উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২১, ২০১৮)