জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির সময় এক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

শনিবার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার তিলকপুর বুড়াপুকুর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশের দাবি, গুলিবিদ্ধ ওহিদুল হক একজন মাদক ব্যবসায়ী। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি ও ফেনসিডল উদ্ধার করা হয়েছে। ওহিদুলকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়নগর গ্রামের বাসিন্দা।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় দাবি করেন, শনিবার গভীর রাতে আক্কেলপুরের তিলকপুর বুড়াপুকুর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে পার্শ্ববর্তী এলাকার টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ওহিদুলকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এ সময় ওহিদুলের কাছ থেকে একটি পিস্তল, একটি গুলি ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। ওহিদুলের বিরুদ্ধে আক্কেলপুর থানায় সাতটি মাদক মামলা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকতা।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২১, ২০১৮)