নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৫৫
দ্য রিপোর্ট ডেস্ক : নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় গত তিনদিনে অন্তত ৫৫ জন নিহত হয়েছে।
দেশটির প্রেসিডেন্টের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে কাদুনা প্রদেশে কাসুয়ান মাগানি শহরে অল্পবয়সী খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ বাধে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, গত বৃহস্পতবিার একটি বাজারে ঝগড়া থেকে সূত্রপাত হওয়া সাম্প্রদায়িতক সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৫৫ জন নিহত হয়েছে।
প্রাদেশিক পুলিশ কমিশনার জানিয়েছেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার পর ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া নতুন করে সহিংসতা এড়াতে কর্তৃপক্ষ শহরটিতে কারফিউ জারি করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২১, ২০১৮)