দুর্গাপূজার ছুটি শেষে যবিপ্রবি খুলছে কাল
যবিপ্রবি প্রতিনিধি: শারদীয় দূর্গাৎসব উপলক্ষে ১৫-২১ অক্টোবর ৭ দিনের ছুটি শেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) আগামীকাল ২২ অক্টোবর থেকে সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
ইতিমধ্যে শিক্ষার্থীরা পূজার ছুটি উপভোগ করে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলেফিরতে শুরু করেছেন। এ কারণে ক্যাম্পাস আবার শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠতে শুরু করেছে।
যবিপ্রবিতে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৩ অক্টোবর শনিবার থেকে শুরু হয়েছে একযোগে ২২ বিভাগের সেমিস্টার পরিক্ষা। আগামী ২৩ অক্টোবর থেকে যথারীতি সকল বিভাগের সেমিস্টার পরীক্ষা চলবে।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২১, ২০১৮)