উত্তরায় গুলিবিদ্ধ ডাকাতসহ আটক ৬
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর উত্তরায় একদল ডাকাতের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ৫ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতসহ ৬ জনকে আটক করা হয়।
রোববার (২১ অক্টোবর) দিবাগত রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরের রানা ভোলা এভিনিউয়ের ২২৩ নম্বর প্লটের সামনে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- শামীম হোসেন (৩০), আল আমিন (৩০), মো. সেন্টু (৩০), সুধির দাস (৩৯), আবু রায়হান (২৬) ও মো. লিটন (৩৪)।
পরে রাত ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশের একটি দল।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ শামীমকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা ডিবি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, শামীম একজন ছিনতাইকারী। ছিনতাই করার সময় তিনি গুলিবিদ্ধ হন। ডিবি বিস্তারিত আর কিছু বলেনি।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মোফাজ্জল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামিরা এখনো ডিবি হেফাজতে রয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২২, ২০১৮)