মেক্সিকো উপকূলে আঘাত হানবে হারিকেন উইলা
দ্য রিপোর্ট ডেস্ক : মেক্সিকোতে আঘাত হানতে যাচ্ছে চার ক্যাটাগরির শক্তিশালী ঘূর্ণিঝড় (হারিকেন) উইলা।
মঙ্গলবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেলের মধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে ঝড়টি আছড়ে পড়বে এবং এতে মারাত্মক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে দেশটির জাতীয় হারিকেন সেন্টার। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে।
সোমবার (২২ অক্টোবর) ন্যাশনাল হারিকেন সেন্টারের পক্ষ থেকে আরো বলা হয়, উইলার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে সর্বোচ্চ ৪৬ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে উপকূলে বয়ে যেতে পারে ১৫৫ মাইল গতির ঝড়ো হাওয়া। প্রবল বৃষ্টি আর বন্যার কারণে ভূমিধসের আশঙ্কা রয়েছে।
চলতি মাসের শুরুতে শক্তিশালী ঘূর্ণিঝড় মাইকেলের আঘাত তছনছ করে দেয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যকে। এতে প্রাণহানি ঘটে ২৭ জনের। বহু মানুষ আহতসহ ঘরবাড়ি ও স্থাপনা বিধ্বস্ত করে দিয়ে যায়।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৩, ২০১৮)