যশোরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের পাঁচকবর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অভয়নগর নোয়াপাড়া রেলওয়ে স্টেশনমাস্টার মহসিন আলী জানান, ট্রেনটি খুলনা থেকে রাজশাহী যাচ্ছিল। ওপর দিকে ঘাট এলাকা থেকে পাথববোঝাই করে একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট১৪-০৩২১) যশোর-খুলনা মহাসড়কে ওঠার জন্য নোয়াপাড়া রেলস্টেশন পার হচ্ছিল। এ সময় রেলস্টেশনের পাঁচকবর এলাকায় ওই ট্রেনের সঙ্গে পাথববোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি ব্যাপাক ক্ষতি হয়।
খুলনা থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে। মেরামতের কাজ শেষ হলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে জানান স্টেশনমাস্টার মহসিন আলী।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৩, ২০১৮)