জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ ঘিরে বিএনপির প্রচার
সিলেট প্রতিনিধি: নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবি ও ১১ দফা লক্ষ্য বাস্তবায়নে বুধবার সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
সিলেট রেজিস্টারি মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। আর একে ঘিরে প্রচারে ব্যস্ত সময় পার করছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
মঙ্গলবার দুপুরের দিকে সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপির নেতারা। এ ছাড়া জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ করা হয়।
সমাবেশস্থল পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, এম এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম প্রমুখ।
বিএনপির নেতারা জানান, আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে। তাঁরা বলেন, ‘আগামীকালকের সমাবেশ সফল করার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে বিএনপি।’ দল-মতের ঊর্ধ্বে উঠে আসন্ন এ সমাবেশকে সফল করতে সিলেটবাসীর প্রতি এ সময় আহ্বান জানান তাঁরা।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৩, ২০১৮)