দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের প্রধান গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ)। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিন্টো রোডে সরেজমিনে দেখা যায়, প্রায় এক প্লাটুন পুলিশ ডিবি কার্যালয়ের প্রধান গেটের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। গেটে দায়িত্বপ্রাপ্ত এসআই আবদুল কুদ্দুস বলেন, এখানে ডিএমপির রিজার্ভ ফোর্স থেকে এক প্লাটুন পুলিশ সদস্য আনা হয়েছে।

ডিবির কার্যালয়ে বাড়তি পুলিশ মোতায়েনের কারণ সম্পর্কে অবশ্য এসআই কুদ্দুস কিছু জানাতে পারেননি। তিনি বলেন, কী কারণে ও কেন এখানে অতিরিক্ত পুলিশ আনা হয়েছে তা আমি জানি না।

প্রসঙ্গত, শুক্রবার রাত ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আটক করে পুলিশ। এরপর ওই তিন নেতাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

(দিরিপোর্ট২৪/কেজেএন/এইচএসএম/নভেম্বর ০৮, ২০১৩)