রক্তপাত গুম খুন বন্ধ করে নির্বাচনের পরিবেশ তৈরি করুন: অলি আহমদ
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিপথগামী না হয়ে রক্তপাত গুম খুন বন্ধ করে আলোচনার মাধ্যমে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) সভাপতি কর্নেল অলি আহমদ বীরবিক্রম।
মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এলডিপিতে যোগদান ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান তুলে ধরতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়েছেন।
রাজনীতি বর্তমানে দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে সৎ রাজনীতিবিদদের নিয়ে আগামী সংসদ ও সরকার গঠন করে দেশ পরিচালনায় জনগণকে সচেতন হবার আহ্বানও জানিয়েছেন তিনি।
এসময় এলডিপি মহাসচিব সহ প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত ছিলেন।
২০ দলীয় জোটে থাকা দলটি সম্প্রতি নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টেকে সমর্থন দিয়েছে। সিলেটের ঐক্যফ্রন্টের সমাবেশে এলডিপি উপস্থিত থাকবে বলেও জানানো হয় অনুষ্ঠানে।
(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ২৩,২০১৮)