জাফরুল্লাহর বিরুদ্ধে ফের নতুন মামলা
সাভার প্রতিনিধি : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আবারও মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) গভীর রাতে আশুলিয়া থানায় জমি দখল, ভাংচুর ও হুমকি দেওয়ার অভিযোগে তিনিসহ চার জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
এ নিয়ে আশুলিয়া থানায় জাফরুল্লাহ চৌধুরী বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের হলো।
স্থানীয় নাছির উদ্দিন নামে এক ব্যক্তি নতুন এই মামলাটি দায়ের করেন। মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তারা হলেন- গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও স্থানীয় আওলাদ হোসেন।
এর আগে গত ১৫, ১৯ ও ২১ অক্টোবর একই অভিযোগ ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মোহাম্মদ আলী, ইমাম হাসান ও সৈয়দ সেলিম হোসেন নামে তিন ব্যক্তি।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৪, ২০১৮)