শিগগিরই বিপিডিবি ও বিবিএস কেবলসের চুক্তি হচ্ছে
দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস থেকে প্রায় ৫৯ কোটি টাকার কেবলস কেনার জন্য বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ক্রয় আদেশ (অর্ডার) দিয়েছে। এ লক্ষ্যে আগামী ২-৩ দিনের মধ্যে বিপিডিবি ও বিবিএস কেবলসের মধ্যে চুক্তি সাক্ষরিত হবে।
বিবিএস কেবলস সূত্রে এ তথ্য জানা গেছে।
বিপিডিবি থেকে মঙ্গলবার (২৩ অক্টোবর) বিবিএস কেবলস থেকে পণ্য কিনবে বলে ক্রয় আদেশ দিয়েছে। এক্ষেত্রে তারা বিবিএস কেবলস থেকে ৫৯ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকার পণ্য কিনতে চায়। যা নিয়ে বিবিএস কেবলসকে আগামি ২৮ দিনের মধ্যে চুক্তি সম্পাদনের জন্য বলেছে।
বিবিএস কেবলসের সচিব মো. নাজমুল হাসান গণমাধ্যমকে জানান, বিপিডিবি থেকে প্রায় ৫৯ কোটি টাকার ক্রয় আদেশ এসেছে। এলক্ষ্যে আগামি ২-৩ দিনের মধ্যে বিপিডিবির সঙ্গে আমাদের চুক্তি সাক্ষর হবে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৪, ২০১৮)