চুরির মোবাইলের দ্বন্দ্বে ভাইয়ে হাতে ভাই খুন
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে চুরি করে আনা মোবাইল নিয়ে দ্বন্দ্বের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন ভাঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোকন (১৮) সিরাজগঞ্জ শহরের পুরাতন ভাঙ্গাবাড়ি এলাকার আকতার হোসেনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই স্বপন (২২) পলাতক রয়েছেন।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহত স্বপন ও তার বড় ভাই রোকন দুজনেই নেশাগ্রস্ত ছিল। নেশার টাকার জন্য তারা চুরি করতেন। এসব কারণে তারা পরিবার থেকে আলাদা থাকতেন। বুধবার রাত ১১টার দিকে চুরি করে আনা একটি মোবাইল হারানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে স্বপন তার ছোট ভাই রোকনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৫, ২০১৮)