গাজীপুরে শ্রমিক কলোনিতে আগুন, নিহত ১
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শ্রমিক কলোনিতে আগুন লেগে সবজি ব্যবসায়ী সবেদ মিয়া (৭০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় তাঁর নাতিসহ চারজন আহত হয়েছেন। অপর একজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক ঈদগাহসংলগ্ন ভোগড়া দক্ষিণপাড়া এলাকার শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, স্থানীয় জরিনা বেগমের জমি ভাড়া নিয়ে স্বপন মিয়া নামের এক ব্যক্তি ৩২টি কক্ষ নির্মাণ করে শ্রমিক কলোনি গড়ে তোলেন।
নিহত সবেদ মিয়া রংপুর জেলার পীরগঞ্জ থানার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ সিরারপাড় এলাকার মৃত জাফর মুন্সির ছেলে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, রাত পৌনে ৯টার দিকে ভোগড়া দক্ষিণপাড়া এলাকার শ্রমিক কলোনির একটি কক্ষে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, এ সময় দগ্ধ হয়ে ঘুমন্ত সবেদ মিয়া মারা যান এবং তাঁর নাতি শিমুল (৮) দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান এবং হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আগুন নেভানোর কাজে অংশ নিয়ে স্থানীয় তিনজন আহত হন। তবে এ ঘটনার পর থেকে সবুজ মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।
আগুনে কলোনির সবকটি কক্ষ মালামালসহ পুড়ে গেছে। রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ করছিলেন এবং নিখোঁজের সন্ধান করছিলেন।
নিহতের ছেলে মিজানুর রহমান জানান, সবেদ মিয়া পার্শ্ববর্তী আড়তে সবজির ব্যবসা করতেন। ঘটনার সময় স্ত্রীকে দোকানে রেখে তিনি বিশ্রাম করতে বাসায় গিয়ে ঘুমিয়েছিলেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৬, ২০১৮)