বেনাপোলে ৫ কেজি সোনা উদ্ধার
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারকালে পাঁচ কেজি সোনা জব্দ করা হয়েছে। এসময় সজীব হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বেনাপোলের বারোপোতা সীমান্ত থেকে শুক্রবার সকাল ৯টায় এসব সোনা উদ্ধার করা হয়। সজীব যশোরের শার্শা উপজেলার বাগআচড়া সাতমাইল এলাকার বাসিন্দা।
বিজিবি ৪৯ ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সজীবকে আটক করা হয়। এ সময় তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
আটক সোনার মূল্য আড়াই কোটি টাকা বলে দাবি করে বিজিবি জানিয়েছে, আটক সজীবকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সোনা বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওয়া হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৬, ২০১৮)