চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে সমাবেশের অনুমতি মিলেছে জাতীয় ঐক্যফ্রন্টের। তবে লালদিঘীর মাঠের পরিবর্তে তাদের নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

শুক্রবার সকালে চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে অনুমতির বিষয়টি বিএনপিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, লালদিঘীর মাঠে সমাবেশের অনুমতি চেয়ে গত ২১ অক্টোবর আবেদন করা হয়েছিল। সেখানে সমাবেশের অনুমতি না দিয়ে নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নূর আহমদ সড়কে সমাবেশের অনুমতি দেয়া।

এদিকে সমাবেশের অনুমতি পাওয়ার পর নাসিমন ভবনে দুপুরে চট্টগ্রামে ঐক্যফ্রন্টের নেতারা জরুরি প্রস্তুতি বৈঠকে বসেছেন।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, সমাবেশে ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা যোগ দেবেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৬, ২০১৮)