ঐক্যফ্রন্টের এক দফাও মানা হবে না: ওবায়দুল কাদের
দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফার এক দফাও মানা হবে না। তাদের দাবি করা সব দফা ভিত্তিহীন ও অযৌক্তিক বলে মন্তব্য করেছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৬ অক্টোবর) রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল প্রকল্প পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘তাদের (ঐক্যফ্রন্ট) সব দাবি অযৌক্তিক। সাত দফার এক দফাও মানা হবে না। নির্বাচনের সময় সরকার তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। বিশ্বের অন্য দেশে যেভাবে থাকে আমাদের দেশেও একইভাবে সরকার থাকবে।’
সিলেটে ঐক্রফ্রন্টের সমাবেশ সফল হয়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘এ জোট জনগণের মধ্যে সাড়া ফেলতে পারেনি। তার গাজীপুরের জনসভায় এরচেয়ে অনেক বেশি জনসমাগম হয়েছিল। জনগণের সাড়া না থাকলে কোনও আন্দোলন সফল হয় না। আর যারা আন্দোলনে সফল হয় না তারা নির্বাচনেও সফল হতে পারে না।’
মেট্রোরেল নিয়ে তিনি বলেন, ‘মেট্রোরেল এখন দৃশ্যমান। এটা প্রধানমন্ত্রীর মেগা প্রকল্প। ২০১৯ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ফেজের কাজ শেষ হবে। দ্বিতীয় ফেজ আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০২০ সালের ডিসেম্বরে শেষ হবে।’
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৬, ২০১৮)