উইলিয়ামসের সেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে
দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান শন উইলিয়ামস।
৩২ বছর বয়সী উইলিয়ামসের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি এটি। তিন অংকে পৌঁছতে তিনি খেলেছেন ১২৪ বল; হাঁকিয়েছেন ৭টি বাউন্ডারি। ৪৪.২ ওভারে জিম্বাবুয়ে ৪ উইকেটে ২৩৫।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডতে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সিফাস জুয়াওয়ের (০) স্টাম্প উপড়ে দেন তরুণ পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
পরের ওভারেই আরেক পেসার আবু হায়দার রনির শিকার হন হ্যামিল্টন মাসাকাদজা (২)। জিম্বাবুয়ে অধিনায়কের স্টাম্প উপড়ে দেন রনি। ৬ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া জিম্বাবুয়ের হাল ধরার চেষ্টা করেন ব্রেন্ডন টেইলর এবং শন উইলিয়ামস। দুজনে মিলে তৃতীয় উইকেটে ১৩২ রানের দুর্দান্ত জুটি গড়েন। অবশেষে নাজমুল ইসলাম অপুর ঘূর্ণিতে ৭২ বলে ৮ চার ৩ ছক্কায় ৭৫ রান করা ব্রেন্ডন টেইলর মুশফিকের গ্লাভসবন্দি হন।
হাফ সেঞ্চুরি করা উইলিয়ামসের সঙ্গী হওয়া সিকান্দার রাজা এসেই ছক্কা হাঁকান নাজমুলকে। আরও একটি বড় জুটির দেখা পায় জিম্বাবুয়ে। বাংলাদেশি বোলারদের ঘাম ঝরিয়ে তিন অংকের দিকে এগিয়ে যান উইলিয়ামস। এর মধ্যেই নাজমুলের ঘূর্ণিতে সিকান্দার রাজা (৪০) সৌম্য সরকারের তালুবন্দি হলে ভাঙে ৮৪ রানের জুটি। তবে উইলিয়ামসন ঠিকই তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ হোয়াইটওয়াশ মিশনে বড় পরিবর্তন নিয়েই একাদশ সাজিয়েছে স্বাগতিকরা। বাইরে চলে গেছেন ফজলে মাহমুদ রাব্বি, মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজুর রহমান। এই তিনজনের জায়গায় একাদশে এসেছেন সৌম্য সরকার,আরিফুল হক এবং আবু হায়দার রনি।
অন্যদিকে জিম্বাবুয়ে একাদশেও এসেছে পরিবর্তন। বাইরে চলে গেছেন চাতারা এবং মাভুতা। তাদের জায়গায় দলে এসেছেন রিচার্ড এনগারাভা এবং ওয়েলিংটন মাসাকাদজা।
বাংলাদেশ দল: লিটন, ইমরুল, সৌম্য, মুশফিক, মাহমুদউল্লাহ, মিঠুন, আরিফুল, আবু হায়দার, মাশরাফি (অধিনায়ক), নাজমুল অপু, সাইফউদ্দিন।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, ওয়েলিংটন মাসাকাদজা, কাইল জার্ভিস, রিচার্ড এনগারাভা।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৬, ২০১৮)