মাগুরায় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত ১
মাগুরা প্রতিনিধি : আধিপত্য বিস্তার ও সামাজিক দলাদলিকে কেন্দ্র করে মাগুরার সদর উপজেলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আলম মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে। আহতদের মাগুরা ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তার ও সামাজিক দলাদলিকে কেন্দ্র করে টিপু মোল্লা ও সোহেল মোল্লা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ঘরে বিরোধ চলছিল।
এ নিয়ে শনিবার সকালে ওই এলাকায় উভয়পক্ষে সংঘর্ষ বাধে। এসময় উভয়পক্ষের চারজন আহত হন।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে এই ঘটনার পর সকাল ৮টার দিকে টিপু গ্রুপের আলম মোল্লা বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়।
পথে প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে আটক করে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
এসময় স্থানীয়রা আলমকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি সিরাজুল ইসলাম।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৭, ২০১৮)