যুক্তরাষ্ট্রে ইহুদীদের উপাসনালয়ে গুলি, বহু হতাহত
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরে ইহুদীদের এক উপাসনালয়ে গুলি চালিয়ে কয়েকজনকে হত্যা করা হয়েছে। নগরীর কর্তৃপক্ষ জানাচ্ছেন, সাইনাগগের ভেতরে একাধিক মানুষ হতাহত হয়েছে। অন্তত তিনজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।স্থানীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে, অন্তত আটজন নিহত হয়েছে। খবর বিবিসির
সন্দেহভাজন বন্দুকধারী এখন পুলিশের জিম্মায় রয়েছে।
একজন রিপোর্টার ঘটনাস্থল থেকে জানাচ্ছেন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছেন বন্দুকধারী এই বলে চিৎকার করছিল যে 'সব ইহুদীকে মরতে হবে।'
সাইনাগগের ভেতরে আরও কেউ আছে কিনা, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে, পুলিশের বিশেষ দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছে।
এ ঘটনা ঘটলো এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের নামকরা রাজনীতিক এবং ব্যক্তিদের কাছে ডাকযোগে পাঠানো বোমা নিয়ে উত্তেজনা চলছে। মাত্র গতকালই ঐ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।
(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ২৮,২০১৮)