সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সিলেট প্রতিনিধি : সিলেটে বেপরোয়া গতিতে বাস চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে এনা পরিবহনের একটি বাস। দুর্ঘটনায় বাসের ২ যাত্রী নিহত হয়েছেন আহত বেশ কয়েক জন।
শনিবার (২৭ অক্টোবর) মধ্যরাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের উনিশ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
বাসের যাত্রীরা জানান, রোববার রাত সোয়া ১২টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এনা পরিবহনের বাসটি ওসমানীনগরের উনিশ মাইল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। আহত আট জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন সাংবাদিকদের জানান, দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীদের মধ্যে দুই ব্যক্তি মারা গেছেন। তাদের বয়স হবে আনুমানিক ৪০ বা একটু বেশি হতে পারে। দুর্ঘটনার পর থেকে হতাহত যাত্রীদের উদ্ধার কাজ করছে দমকল বাহিনীর ওসমানীনগর ইউনিট। সেই সঙ্গে পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় চলছে উদ্ধার কাজ।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৮)