রংপুরে কার-অটো রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ড
রংপুর প্রতিনিধি : রংপুরে স্টেশন রোডের কার ও অটো রিকশার গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৭ অক্টোবর) রাত ১টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে।
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একঘণ্টা কাজ করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রথমিক ধারণা করা হচ্ছে। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তবে, আগুনের ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশাঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৮)