জুলহাস-তনয় হত্যা মামলার প্রতিবেদন ২৫ নভেম্বর
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কলাবাগানে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারী নতুন এ তারিখ নির্ধারণ করেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন।
২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৮)