শান্তা আমানাহ শরীয়াহ ফান্ডের ইউনিট বিক্রি ৪ নভেম্বর
দ্য রিপোর্ট ডেস্ক : শান্তা আমানাহ শরীয়াহ ফান্ডের ইউনিট বিক্রি আগামী ৪ নভেম্বর শুরু হবে।ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
ফান্ডটির ব্যবস্থাপনায় থাকা শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম পর্যায়ে ইউনিট বিক্রির মাধ্যমে ২৭ কোটি টাকার তহবিল সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটির।ফান্ডের প্রাথমিক আকার নির্ধারণ করা হয়েছে ৩০ কোটি টাকা।এতে ফান্ডের উদ্যোক্তা শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ৩ কোটি টাকা যোগান দেবে।
শান্তা আমানাহ শরীয়াহ ফান্ড একটি বে-মেয়াদী ফান্ড।এটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে না। এটির ব্যবস্থাপনায় থাকা শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও তার মনোনীত এজেন্টের কাছ থেকে ইউনিট কেনা যাবে। আবার তাদের কাছেই বিক্রি করা যাবে।
গত ১৬ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘শান্তা আমানাহ শরীয়াহ ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেয়।
শান্তা আমানাহ শরীয়াহ ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৮)