রাইট শেয়ার ছাড়বে গোল্ডেন হার্ভেস্ট
দ্য রিপোর্ট ডেস্ক : গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ রাইট শেয়ার ছেড়ে পরিশোধিত ধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার (১:১) সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি রাইট শেয়ার অভিহিত মূল্য ১০ টাকা করে ছাড়া হবে। রাইটের টাকা কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বাড়ানো, বাজারজাত ব্যবস্থার উন্নতি এবং দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধে খরচ করা হবে।
এছাড়া কোম্পানিটি অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকা করবে।
পরিচালনা পর্ষদের এসব সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ১৯ ডিসেম্বর, গাজীপুরে কারখানা প্রাঙ্গনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।
শেয়রহোল্ডারদের অনুমোদন নিয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র অনুমোদন পেলে রাইট শেয়ারের সিদ্ধান্ত কার্যকর করা হবে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৮, ২০১৮)