সুহৃদের শেয়ার কমানোর মধ্যেই বোনাস ঘোষণা
দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঞ্জিভূত লোকসান কমানো ও শেয়ারপ্রতি মুনাফা বাড়ানোর জন্য সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ পরিশোধিত মূলধন ও শেয়ার সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
যা বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন থাকা অবস্থায় কোম্পানিটির পর্ষদ বোনাস দিয়ে মূলধন বাড়ানোর ঘোষণা দিয়েছে। উদ্যোক্তা/পরিচালকদের এমন বিতর্কিত সিদ্ধান্তের কারণে পুরো শেয়ারবাজার ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের একদিকে মূলধন ও শেয়ার সংখ্যা কমানো ও অন্যদিকে বোনাস দিয়ে তা বাড়ানোর সিদ্ধান্ত খুবই দুঃখজনক। নিয়ন্ত্রক সংস্থাসহ স্টেকহোল্ডারদের শত চেষ্টা সত্ত্বেও এ জাতীয় কিছু উদ্যোক্তা/পরিচালকদের কারণে পুরো শেয়ারবাজার ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হচ্ছে।
তিনি বলেন, কিছু উদ্যোক্তা/পরিচালকদের অস্বচ্ছ অবস্থান, অসত্য ও বিভ্রান্তিকর মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ শেয়ারবাজারের অন্তরায় কাজ করছে। এদের আচরনে শেয়ারবাজারের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
সুহৃদ ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ কোম্পানিটির সাধারন ৫টি শেয়ারের মধ্যে ২টি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ৪০ শতাংশ কমানোর মাধ্যমে ৩টিতে নামিয়ে আনা হবে। এই কমানোর ফলে পুঞ্জিভূত লোকসান কমে আসবে বলে মনে করছে সুহৃদ কর্তৃপক্ষ। এছাড়া ভবিষ্যতে শেয়ারপ্রতি মুনাফা বাড়বে এবং লভ্যাংশ প্রদানের সক্ষমতা বাড়বে এমন যুক্তিতে শেয়ার সংখ্যা কমাবে। যা এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে কোম্পানিটির পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় শনিবার (২৭ অক্টোবর) ১০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। এক্ষেত্রে কোম্পানিটির ১০ শতাংশ পরিশোধিত মূলধন ও শেয়ার বাড়বে। অর্থাৎ কোম্পানিটি একদিকে শেয়ার সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেও অন্যদিকে আবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সুহৃদের ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। এর বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১ টাকার বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এক্ষেত্রে মুনাফার ২৪৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। মুনাফার অতিরিক্ত শেয়ারপ্রতি ০.৫৯ টাকা বা ১৪৪ শতাংশ রিজার্ভ থেকে দেওয়া হবে।
আগের ৩ বছরের ন্যায় ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায়ও সুহৃদের রিজার্ভ কমবে। আগের ৩ বছর কোম্পানিটির লোকসানের কারনে রিজার্ভ কমেছে। তবে ২০১৭-১৮ অর্থবছরে মুনাফার তুলনায় বেশি লভ্যাংশ ঘোষণা করায় রিজার্ভ কমবে।
কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারপ্রতি ০.৪১ টাকা হিসেবে মোট ২ কোটি ১৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। তবে শেয়ারপ্রতি ১ টাকা হিসেবে ৫ কোটি ২২ লাখ টাকার বোনাস শেয়ার দেওয়া হবে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ৩ কোটি ৮ লাখ টাকা রিজার্ভ থেকে দেওয়া হবে।
এর আগে ব্যবসায় লোকসানের কারণে ২০১৪-১৫ অর্থবছরে ১৬ লাখ টাকার, ২০১৫-১৬ অর্থবছরে ২১ লাখ টাকার ও ২ কোটি ৯৭ লাখ টাকার রিজার্ভ কমেছিল।
ডিএসইর এক পরিচালক বলেন, কোম্পানিটির শেয়ারবাজারে আসার আগে থেকেই ঝামেলায় রয়েছে। এই কোম্পানিটিকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনের আগে ডিএসই কর্তৃপক্ষ ২১বার প্রত্যাক্ষান করেছিল। তবে বিএসইসির এক কমিশনার ও শক্তিশালী প্লেসমেন্টহোল্ডারদের চাপে আইপিও পেয়েছিল।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৮, ২০১৮)