রাজশাহী কিংসে সৌম্য সরকার
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিপিএলের প্লেয়ার ড্রাফট রবিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে।
এতে 'এ' ক্যাটাগরিতে থাকা সৌম্য সরকারকে দলে টেনেছে রাজশাহী কিংস। তারা বিপিএল প্লেয়ার ড্রাফটের আগে মুশফিকুর রহিমকে ছেড়ে দেয়। দলে আইকন ক্রিকেটার হিসেবে রাখে মুস্তাফিজকে। উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিককে ছেড়ে দেওয়ার ঘাটতি তাদের পূরণ হয়ে গেলে সৌম্য সরকারকে পেয়ে।
বিপিএলের ষষ্ঠ আসরে রাজশাহী কিংসে খেলবেন সাতক্ষীরার দুই তারকা মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার। এছাড়া খুলনার তরুণ স্পিনার মেহেদি মিরাজ আছেন রাজশাহীতে। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় ডাকে রাজশাহী পেয়েছে ফজলে রাব্বিকে। খুলনা টাইটানস প্রথম সেটে দলে টেনেছেন জহুরুল ইসলাম ও শরিফুল ইসলামকে। চিটাগং ভাইকিংসের দলে মোসাদ্দেক হোসেন ও পেসার আবু জায়েদ আছেন।
খেলোয়াড় নিলামের প্রথম সেট থেকে ঢাকা নিতে পেরেছে পেসার রুবেল হোসেন এবং উইকেটরক্ষক নুরুল হাসানকে। সিলেটে ঢুকেছেন আফিফ হুসাইন ও তাসকিন আহমেদ। এছাড়া গতবারের শিরোপাজয়ী রংপুর রাইডার্স দলে টানতে পেয়েছে পেসার শাফিউল ইসলাম ও সোহাগ গাজীকে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলবেন বাঁ-হাতি পেসার আবু হায়দার ও টপ অর্ডার ব্যাটসম্যান আনামুল হক।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৮, ২০১৮)