আ.লীগের সমাবেশ দু’দিন পেছালো
দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের গণসমাবেশ দুই দিন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার এ সমাবেশ হওয়ার কথা ছিল। তবে তা পরিবর্তিত হয়ে আগামী বুধবার (৩১ অক্টোবর) রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত হবে।
রবিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম গণসমাবেশ কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৮, ২০১৮)