৩৪টি কোম্পানির লভ্যাংশ ঘোষণা, দেবে না ৯টি
দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪৩ কোম্পানির পরিচালনা পর্ষদ রবিবার (২৮ অক্টোবর) লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা করেছে। কোম্পানিগুলোর মধ্যে ৩৪টি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে এবং ৯টি কোম্পানি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : আরডি ফুড, সায়হাম কটন, খান ব্রাদার্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, এসকে ট্রিমস, আরামিট, লিবরা ইনফিউশন, দেশ গার্মেন্টস, ফাইন ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, অগ্নি সিস্টেমস, কাট্টালি টেক্সটাইল, ফুওয়াং ফুডস, ইয়াকিন পলিমার, ইন্ট্রাকো রিফুয়েলিং, রেনউইক যজ্ঞেশ্বর, ওয়াইম্যাক্স, ন্যাশনাল ফিড মিলস, হা-ওয়েল টেক্সটাইল, রতনপুর স্টিল, দেশবন্ধু পলিমার, সিনোবাংলা, আমান ফিড, আমান কটন, আনোয়ার গ্যালভানাইজিং, সাফকো স্পিনিং, নাভানা সিএনজি, তসরিফা, ইনটেক, আজিজ পাইপস, আফতাব অটোমোবাইলস, জিকিউ বলপেন ও ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক।
আর লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়া কোম্পানিগুলো হলো : মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, খুলনা প্রিন্টিং, ইমাম বাটন, জিলবাংলা সুগার, আরামিট সিমেন্ট, শ্যামপুর সুগার মিলস ও জিবিবি পাওয়ার।
কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুডের ৫ শতাংশ বোনাস, সায়হাম কটন ১০ শতাংশ নগদ, খান ব্রাদার্স ২ শতাংশ নগদ, গ্লোবাল হেভি কেমিক্যাল ১০ শতাংশ নগদ, এসকে ট্রিমস বোনাস ১০ শতাংশ ও ২ শতাংশ নগদ, আরামিট ৫০ শতাংশ নগদ, লিবরা ইনফিউশন ২০ শতাংশ বোনাস, দেশ গার্মেন্টস ১০ শতাংশ বোনাস, ফাইন ফুডসের ৩ শতাংশ বোনাস, আলিফ ইন্ডাস্ট্রিজ ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১০ শতাংশ বোনাস, অগ্নি সিস্টেমস ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস ও ফুওয়াং ফুডস ১০ শতাংশ বোনাস, ইয়াকিন পলিমার ৫ শতাংশ বোনাস, ইন্ট্রাকো ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, রেনউইক যজ্ঞেশ্বর ১০ শতাংশ বোনাস, ওয়াইম্যাক্স ১২ শতাংশ বোনাস, ন্যাশনাল ফিড মিলস ৫ শতাংশ বোনাস, হা-ওয়েল টেক্সটাইল ১৭ শতাংশ নগদ, রতনপুর স্টিল ১২ শতাংশ নগদ, দেশবন্ধু পলিমারের ৫ শতাংশ নগদ, সিনোবাংলা ১০ শতাংশ নগদ, আমান ফিড ১০ শতাংশ বোনাস ও ২০ শতাংশ নগদ, আমান কটন ১০ শতাংশ নগদ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ শতাংশ নগদ, সাফকো স্পিনিং ৩ শতাংশ বোনাস, নাভানা সিএনজি ১২ শতাংশ নগদ, তসরিফা ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, ইনটেক ১১ শতাংশ বোনাস, আজিজ পাইপস ৫ শতাংশ বোনাস, আফতাব অটোমোবাইল ১২ শতাংশ নগদ, জিকিউ বলপেন ১০ শতাংশ নগদ এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক ১ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে মেঘনা কনডেন্স মিল্কের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭.৮৯ টাকা ও এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে দাঁড়িয়েছে ৪৪.০৮ টাকায়, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩৯ টাকা ও এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে ৩.৫৮৪ টাকায়, আরডি ফুডের য়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৫৪ টাকায়, সায়হাম কটনের ইপিএস হয়েছে ১.০৭ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ২২.৬৪ টাকা, সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৫৭ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯.৮১ টাকায়, খান ব্রাদার্সের ইপিএস হয়েছে ০.৭২ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১২.৫৩ টাকায়, গ্লোবাল হেভি কেমিক্যালের ইপিএস হয়েছে ১.১৪ ও এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৪.৬৫ টাকায়, এসকে ট্রিমসের ইপিএস হয়েছে ২.০৮ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১২.৮২ টাকায়, আরমিটের ইপিএস হয়েছে ১০.২০ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫০.৭৪ টাকায়, লিবরা ইনফিউশনের ইপিএস হয়েছে ৫.০১ টাকা ও এনএভিপিএস ১ হাজার ৫৯৩ টাকা, দেশ গার্মেন্টসের ইপিএস হয়েছে ৪.৬৩ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫.৪৮ টাকায়, ইমাম বাটনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৪৪ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ৫.৮১ টাকা, ফাইন ফুডসের ইপিএস হয়েছে ০.০৭৬ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১০.৯০৮ টাকায়, খুলনা প্রিন্টিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.২২ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪.৬৭ টাকায়, আলিফ ইন্ডাস্টিজের ইপিএস হয়েছে ৩.৮৬ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ২২.৩৯ টাকায়, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ইপিএস ১.৭৩ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫.১৩ টাকায়, অগ্নি সিস্টেমসের ইপিএস হয়েছে ১০১ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪.৮৮ টাকায়, কাট্টালি টেক্সটাইলের ইপিএস হয়েছে ১.৯৫ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ২২.৪৩ টাকায়, জিলবাংলা সুগারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮০.৮২ টাকা, ফুওয়া ফুডসের ইপিএস হয়েছে ০.৬১ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১১.৯৮ টাকায়, ইয়াকিন পলিমারের ইপিএস হয়েছে ০.১৪ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১২.৫৩ টাকায়, ইন্ট্রাকোর ইপিএস হয়েছে সমন্বিত ১.১৫ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে সমন্বিত ১২.৮৪ টাকায়, রেনউইক যজ্ঞেশ্বরের ইপিএস ৫.৩১ টাকা, আরামিট সিমেন্টের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪.৫৬ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ৬ টাকায়, ওয়াইম্যাক্সের ইপিএস হয়েছে ১.৯৬ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬.৪৪ টাকায়, ন্যাশনাল ফিডের ইপিএস হয়েছে ০.৫৬ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩.১৯ টাকায়, হা-ওয়েল টেক্সটাইলের ইপিএস হয়েছে ২.২৭ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯.০১ টাকায়, শ্যামপুর সুগারের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩.৮২ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ লোকসান দাঁড়িয়েছে ৭৫৩.৩৭ টাকায়, রতনপুর স্টিলের ইপিএস হয়েছে ৭.০৫ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৪.৭৪ টাকায়, দেশবন্ধু পলিমারের ইপিএস হয়েছে ০.৫৬ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১০.৭৫ টাকায়, সিনোবাংলার ইপিএস হয়েছে ১.৭১ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬.৯৩ টাকায়, আমান ফিডের ইপিএস হয়েছে ৪.৬৩ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩.৬৮ টাকায়, আমান কটনের ইপিএস হয়েছে ৩.২২ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ৪২.৪৩ টাকায়, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ইপিএস হয়েছে ১.২৪ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ৯.৩৪ টাকায়, জিবিবি পাওয়ারের ইপিএস হয়েছে ০.৯৪ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯.৫৪ টাকায়, সাফকো স্পিনিংয়ের ইপিএস হয়েছে ০.৪২ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮.২০ টাকায়, নাভানা সিএনজির সমন্বিত ইপিএস হয়েছে ২.৬২ টাকা ও সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫.৩৫ টাকায়, তসরিফার ইপিএস হয়েছে ১.২৭ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩.৬৪ টাকায়, ইনটেকের ইপিএস হয়েছে ১.২৫ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১১.৪৪ টাকায়, আজিজ পাইপসের ইপিএস হয়েছে ০.৭০ টাকা ও এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে ১৮.৪১ টাকায়, আফতাব অটোমোবাইলসের সমন্বিত ইপিএস হয়েছে ২.৬৮ টাকা ও সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬০.৮৮ টাকায়, জিকিউ বলপেনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫.১২ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪৯.৬১ টাকায় এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ইপিএস হয়েছে ০.৪৮ টাকা ও এনএভিপিএস দাঁড়িয়েছে ১২.৫৬ টাকায়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আরডি ফুডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৯ নভেম্বর, সায়হাম কটনের এজিএম ১৮ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২০ নভেম্বর, সোনারগাঁও টেক্সটাইলের এজিএম ১৯ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২০ নভেম্বর, খান ব্রাদার্সের এজিএম ২০ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৯ নভেম্বর, গ্লোবাল হেভি কেমিক্যালের এজিএম ২৩ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২৬ নভেম্বর, এসকে ট্রিমসের এজিএম ২০ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২২ নভেম্বর, আরামিটের এজিএম ১৮ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, লিবরা ইনফিউশনের এজিএম ২২ নভেম্বর ও রেকর্ড ডেট ২০ নভেম্বর, দেশ গার্মেন্টসের এজিএম ১৮ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর,ইমাম বাটনের এজিএম ১৫ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২২ নভেম্বর, ফাইন ফুডসের এজিএম ২৮ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, মেঘনা কনডেন্সড মিল্কের এজিএম ১৩ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, মেঘনা পেটের এজিএম ১৩ নভেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, খুলনা প্রিন্টিংয়ের এজিএম ৩১ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২৫ নভেম্বর, আলিফ ইন্ডাস্ট্রিজের এজিএম ২৪ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের এজিএম ২৪ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, অগ্নি সিস্টেমসের এজিএম ২৬ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, কাট্টালি টেক্সটাইলের এজিএম ১৯ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৫ নভেম্বর, জিলবাংলা সুগারের এজিএম ৮ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, ফুওয়াং ফুডসের এজিএম ২৩ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২৯ নভেম্বর, ইয়াকিন পলিমারের এজিএম ৬ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, ইন্ট্রাকোর এজিএম ২৩ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, রেনউইক যজ্ঞেশ্বরের এজিএম ২২ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, আরামিট সিমেন্টের এজিএম ১৮ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, ওয়াইম্যাক্সের এজিএম ২০ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২৬ নভেম্বর, ন্যাশনাল ফিডের এজিএম ২৭ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, হা-ওয়েল টেক্সটাইলের এজিএম ১৯ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২২ নভেম্বর, শ্যামপুর সুগারের এজিএম ৬ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, রতনপুর স্টিলের এজিএম ১৭ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২২ নভেম্বর, দেশবন্ধু পলিমারের এজিএম ২৪ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২২ নভেম্বর, সিনোবাংলার এজিএম ৩ ফেব্রুয়ারি ও রেকর্ড ডেট ৫ ডিসেম্বর, আমান ফিডের এজিএম ১৯ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২৫ নভেম্বর, আমান কটনের এজিএম ২৬ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২০ নভেম্বর, আনোয়ার গ্যালভানাইজিংয়ের এজিএম ২৩ জানুয়ারি ও রেকর্ড ডেট ২৯ নভেম্বর, জিবিবি পাওয়ারের এজিএম ২৭ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২০ নভেম্বর, সাফকো স্পিনিংয়ের এজিএম ৫ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, নাভানা সিএনজির এজিএম ৯ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২০ নভেম্বর, তসরিফার এজিএমের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, ইনটেকের এজিএম ১৩ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, আজিজ পাইপসের এজিএম ৬ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর, আফতাব অটোমোবাইলসের এজিএম ৯ ডিসেম্বর ও রেকর্ড ডেট ২০ নভেম্বর, জিকিউ বলপেনের এজিএম ৩০ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৯ নভেম্বর এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের এজিএম ৯ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৯, ২০১৮)