ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে সিইসির সাক্ষাৎ মঙ্গলবার
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ করবেন ঐক্যফ্রন্ট নেতারা। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে সাক্ষাৎ করতে যাবেন তারা।
বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করবেন ঐক্যফ্রন্ট নেতারা। এ সময় তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইসির কাছে দাবি জানাবেন। কিছু প্রস্তাবনাও উপস্থাপন করবেন তারা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান সাংবাদিকদের বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মঙ্গলবার বিকেলে সাক্ষাৎ করতে যাবেন।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৯, ২০১৮)