দ্য রিপোর্ট প্রতিবেদক: সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সোমবারের নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন না। পারিবারিক কারণে তিনি এ বৈঠকে উপস্থিত থাকতে পারেননি বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।

পরিবহন ধর্মঘটে মানুষের ভোগান্তির বিষয়ে মন্ত্রিপরিষদ সভায় কোনও আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিষয়টি নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি কারণ এটি কোনও এজেন্ডায় ছিল না।’ তবে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন কিনা বা কোনও কিছু বলেছেন কিনা সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আজ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে উপস্থিত ছিলেন না। তার এক আত্মীয় মারা যাওয়ায় তিনি সেখানে গেছেন।’

দুইদিনের পরিবহন ধর্মঘট নিয়ে আপনারা উদ্বিগ্ন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সবার মধ্যেই সেই উদ্বেগ আছে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৯, ২০১৮)