বরিশাল প্রতিনিধি: বরিশালে আবার সরগরম ইলিশের পাইকারি বাজার। প্রথম দিনেই বাজারে এসেছে প্রায় চার হাজার মণ ইলিশ।

সোমবার ভোরে জেলার বিভিন্ন স্থান থেকে ছোট ছোট ট্রলারে করে মাছ আসতে শুরু করে।

মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, বরিশালে প্রায় ৫০ ভাগ মা ইলিশ ডিম ছাড়তে পেরেছে।

ব্যবসায়ীরা জানান, প্রচুর ইলিশ ধরা পড়ায় আগের চেয়ে বাজারে তুলনামূলক দাম কিছুটা কমেছে। আর ইলিশের আমদানি ভালো হওয়ায় জেলে ও শ্রমিক সবাই খুশি।

গেলো ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২২ দিন প্রজনন মৌসুম উপলক্ষে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সরকার। এসময় বরিশাল বিভাগে ১৮৫২টি অভিযান, ৯৬১টি ভ্রাম্যমাণ আদালত, ৮৯০টি মামলা, ৯৩১ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়েছে। জরিমানা আদায় করা হয় ১৭ লক্ষাধিক টাকা। জব্দ করা হয়েছিল প্রায় ৮ টন ইলিশ ও বিপুল পরিমাণ জাল।

(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ২৯, ২০১৮)