বাংলাদেশ ১০ জনের দল নিয়েও গ্রুপসেরা
দ্য রিপোর্ট ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব–১৫ ফুটবলের সেমিফাইনাল নিশ্চত করেন বাংলাদেশ। এরপর স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে গেল শাকিল-রাজনরা। সোমবার নেপালের আনফা কমপ্লেক্সে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট অর্জন করে ‘এ’ গ্রুপ সেরা হলো বাংলাদেশ। এই গ্রুপ থেকে নেপালও সেমিফাইনালে গেছে। আগামী বৃহস্পতিবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ কিশোররা।
ম্যাচের দ্বিতীয় মিনিটে পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। মেহেদী হাসানের ফ্রি কিকে শাকিল হেড দিয়ে গোল করেন। এরপর ২১তম মিনিটে সতীর্থের ক্রসে নামাস থাপার হেড লক্ষ্যে না থাকায় সমতায় ফেরা হয়নি নেপালের। সাত মিনিট পর রাজন ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও কাজে গালাতে পারেনি।
৩৪তম মিনিটে ডি বক্সের মধ্যে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে গোলরক্ষক মিতুল মারমা লালকার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। পেনাল্টি থেকে নেপালকে সমতায় ফেরান জান লিম্বু। দলের শক্তি কমলেও দ্বিতীয়ার্ধের শুরুতে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ফের এগিয়ে যায় বাংলাদেশ। রাজন গোল করে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠা নেপালকে ভালোভাবে আটকে রাখে বাংলাদেশ। শেষ পর্যন্ত স্বস্তির জয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে ওঠে মোস্তফা আনোয়ার পারভেজের দল।
(দ্য রিপোর্ট/একেএমএম/অক্টোবর ২৯,২০১৮)