পাবনায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে
পাবনা সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে গ্রেফতার করার প্রতিবাদে শনিবার সকাল থেকে পাবনায় নিরুত্তাপ হরতাল চলছে।
পাবনা জেলা বিএনপি শুক্রবার রাত দেড়টার দিকে এ হরতালের ডাক দেয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।
হরতালের শুরুতে সকাল ৬টার দিকে বেশকিছু এলাকা ঘুরে মাঠে দেখা যায়নি বিএনপি নেতাকর্মী বা পিকেটারদের। তবে জেলায় দুরপাল্লার যান চলাচল ও অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সকালে ঘুম থেকে উঠে কাজে বের হয়ে দুর্ভোগে পড়েছে চাকুরীজীবি ও শ্রমজীবি সাধারণ মানুষ। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
পাবনা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, সকাল সাড়ে সাতটা পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শহর ও এর আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ, মোতায়েন রয়েছে। জোরদার করা হয়েছে র্যাবের টহল।
প্রসঙ্গত: শিমুল বিশ্বাস পাবনা জেলা বিএনপির এক নম্বর সদস্য। শুক্রবার রাত একটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন থেকে বের হওয়ার পর তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/নভেম্বর ০৯, ২০১৩)