আ’লীগের সঙ্গে ঐক্যফ্রন্টের বৈঠক বিকেলে
দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপের বিষয়ে প্রতিনিধি দল চূড়ান্ত করতে মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে বৈঠকে বসছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
এদিন বিকেল ৩টায় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ড. কামাল হোসেনের রাজধানীর মতিঝিলের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সংকট সমাধানে সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেয় জাতীয় ঐক্য ফ্রন্ট।
চিঠির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল ৮টায় আগামী ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র পৌঁছে দেন দলের দফতর সম্পাদক আব্দুল সোবহান গোলাপ। বিকেলের বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে সংলাপে কারা থাকছেন, সেই বিষয়টি চূড়ান্ত করে আজই গণবভনে পৌঁছে দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট নেতারা।
(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩০, ২০১৮)