নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক শনিবার
দ্য রিপোর্ট প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ চূড়ান্ত করতে আগামী শনিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
সেখানে যে তফসিল অনুমোদন পাবে, তা বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
মঙ্গলবার সন্ধ্যায় ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার ইসিতে আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। পরদিন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবকে নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন সিইসি কে এম নূরুল হুদা। ৩ নভেম্বর শনিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনের ৩৮তম সভা বসবে। এই সভায় একাদশ সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।
(দ্য রিপোর্ট/এমএসআর/অক্টোবর ৩০, ২০১৮)