চট্টগ্রামের ৩ উপজেলায় বিএনপির প্রার্থী ঘোষণা
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : উপজেলা নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালী, বাঁশখালী ও সাতকানিয়া উপজেলায় বিএনপি সমর্থিত একক চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বৃহত্তর চট্টগ্রাম উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়নের প্রধান সমন্বয়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বুধবার প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলায় দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বুদুরুচ মেহের, বাঁশখালী উপজেলার দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী এবং সাতকানিয়া উপজেলায় দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিনকে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/এমসি/এএইচ/মার্চ ০৬, ২০১৪)